অনলাইন থেকে আয়ের অন্যতম একটি মাধ্যম হল ব্লগিং। ঠিক মত পরিশ্রম দিতে পারলে আপনি মাসে উল্লেখযোগ্য পরিমান ডলার আয় করতে পারবেন। আজকে আমরা শিখবো, কিভাবে একটি ব্লগ খোলা যায়।
শুরুতেই আপনাকে ভাবতে হবে কোন ব্লগিং প্লাটফর্মে আপনি ব্লগ খুলবেন।
বর্তমানে ব্লগার ও ওয়ার্ডপ্রেস ফ্রিতে ব্লগ খোলার জন্য বেস্ট প্লাটফর্ম। আপনি আপনার ইচ্ছামত একটি সাইটে আপনার ব্লগ খুলতে পারেন। তবে আমার পরামর্শ, আপনি ব্লগার https://ridoyofficials.blogspot.com এ আপনার প্রথম ব্লগটি খুলুন। ব্লগারে ব্লগ খুললে আপনি বেশ কিছু সুবিধা পাবেন।
ব্লগের স্বয়ং গুগলগুগল এর একটি প্লাটফর্ম। তাই গুগল থেকে আপনি অনেক সুবিধা পাচ্ছেন। আপনার ব্লগটি গুগল সার্চে সহজে রাঙ্ক করতে পারবে, এতে আপনার ব্লগে ভিজিটর পাবেন।এছাড়া আপনার ব্লগের নিরাপত্তার দিকটি দেখছে স্বয়ং গুগল। আর আপনি আপনার ব্লগটি খুব সহজে সাজাতে পারবেন।
ব্লগারে আপনাকে blogspot.com এর সাব ডোমেইন দেওয়া হবে। আপনি চাইলে আপনার ব্লগে গুগল এড সেন্স এর মাধ্যমে এড দেখিয়ে আয় করতে পারবেন। তবে তার জন্য আপনার ব্লগটিকে গুগল এড সেন্স এর জন্য এপ্রুভাল পেতে হবে।ব্লগারে ব্লগ খুলতে হলে আপনাকে একটি গুগল একাউন্ট বা জিমেইল আইডি থাকতে হবে। আর কম্পিউটার থাকলে খুব ভালো হবে। তবে মোবাইল থাকলেও চলবে।নিচে খুব সহজে ব্লগারে একটি ব্লগ খোলার নিয়ম মাত্র পাচটি ধাপে জানানো হল।
ব্লগ তৈরি করার নিয়ম:
এক
আপনার কম্পিউটার বা মোবাইলে আপনার গুগল একাউন্ট বা জিমেইল আইডি লগ ইন করে নিন। অতঃপর ব্লগার এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।লিঙ্ক-https://ridoyofficials.blogspot.comএতে এমন একটি পেজ ওপেন হবে।আপনি এখন দুইভাবে লগ ইন হতে পারবেন।উপরে সবার ডানে SIGN IN অথবা একেবারে মাঝে CREATE YOUR BLOG অপশনে ক্লিক করে প্রবেশ করতে পারবেন।
দুই
এবার আপনাকে আপনার জিমেইল আইডিটি সিলেক্ট করতে হবে। যদি আপনার আইডিটি আগে থেকে লগ ইন করা থাকে তবে সেটি সিলেক্ট করুন, না হলে আপনি আপনার আইডিটি ইমেইল নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
সবার উপরে আছে Title.Title হল একটি ব্লগের শিরনাম। এর মাধ্যমেই একজন ভিউয়ার আপনার ব্লগটি সম্পর্কে ধারণা পাবে যে আপনার ব্লগটি কি ধরনের। একটি ভালো টাইটেল নির্বাচন করা খুব গুরুত্বপূর্ন। কেননা গুগল সার্চে আপনার ব্লগটি ফলাফলে আসবে কিনা সে অনেকাংশে নির্ভর করছে এই টাইটেলের উপর।আপনার ব্লগের টাইটেল আপনি খুব বড় রাখবেন না, আবার খুব ছোট রাখবেন না। টাইটেল সর্বচ্চো ৬০ ক্যারেক্টরের হতে পারে। এর বেশি কখনো যেন বেশি না হয়। অন্তত ৪ টি শব্দে টাইটেল রাখা ভালো। এক বা দুই শব্দ পরিহার করুন। সর্বনিম্ন ৩০ ক্যারেক্টর ব্যবহার করুন।যেমন, এই ব্লগের টাইটেল হল Bangla Top 5 – Amazing and Interesting Things আর ক্যারেক্টর সংখ্যা ৪৫।আর টাইটেলের শুরুতেই আপনি আপনার মেইন মেইন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন।যেমন, আমি এখানে একটি Funny Cat Photo নামের ব্লগ খুলব।
0 Comments